বেদনার নীল পাহাড়কে ঘিরে
কুয়াশাচ্ছন্ন দেখছি চারিদিকে,
দেখতে চাইলাম ওই বদনখানীর দৃশ্য
শুধু ধু ধু মরুভূমি বাঁধছে এই বুকে।


সময়ের অহর্নিশ ধারা
চলছে বয়ে নিরবধী,
চুপি চুপি দুঃখাকুল মন
ভোজনালয়ে ভোজন করে শুধুই কাঁদি।


বিষন্ন আমি তোমারি কারণে
ভ্রান্তির পথে পরে,
হারিয়ে ফেলেছি স্বপ্ন স্মৃতি
নিয়েছো চুরি করে।


নিস্তেজ হয়েছে বোধগম্য
অদৃশ্য করেছো কথা,
পেলাম না খুঁজে প্রত্যয়টুকু
লিখলাম, অবশেষে কবিতা।


**************************
আবু সাহেদ সরকার
পাঠক চক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।

সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ
সাঘাটা, গাইবান্ধা।