আমি বাতাসে ভর করে যেতে শিখেছি
আমি আকাশে উড়তে শিখেছি
পলকের আওতায় তোমার ছায়ার আভাস
মাঝে মধ্যে দেখি আর দেখি, নয়ন জুড়িয়ে যায়।
চোখের কোণে কালচে দাগ পড়েছে
ফুলের ন্যায় শুকিয়ে যাওয়ার ভাব
তোমার দৃষ্টিতে মেখে আছে, করুণ দৃশ্য।
ভ্রমরের আহ্বান জানিয়েছো মনে মনে
শিখবে কি তা থেকে?
বসন্তের সময় পার হবে তাতে।
ফিরে ফিরে দেখবে বসন্ত তোমাকে
আর বলবে তুমি কে?


.................................সংক্ষেপিত।