একটা হাসির জন্য আমি অপেক্ষা করি
প্রতিটা দিনের প্রতিটা মুহুর্ত,
গলির মোড়ে শেষ হয়ে যাওয়া
প্রতিটা বিকালের দিকে চেয়ে;
একটা হাসির জন্য আমি অপেক্ষা করি
একটা কালজয়ী হাসি,
যে হাসি দেখে,
এক মুহুর্তে ভুলে যাওয়া যায়
খুব কঠিন থেকে কঠিন দুঃখও।
যে হাসি জাদুকাঠির মতো
যার ছোঁয়ায় ঘোলাটে আকাশকেও
শ্রাবণের মত রূপসী মনে হয়,
এমন একটা হাসির জন্য আমি অপেক্ষা করি;
গোটাটা দিন, গোটাটা মাস, গোটাটা বৎসর।