ঋতো ব্যাগ নিয়ে আজ প্রথম স্কুল গেল,
সে যাবে না তবুও জোর করে পাঠানো হলো তাকে;
ঘাড়ে বইয়ের বোঝা দিয়ে।
সে পাইমারি স্কুল শেষ করলো, দীর্ঘ ১৮২৫ দিনে।
তারপর সে হাই স্কুলে যায়,
বইয়ের বোঝা বাড়ে,
২৯২০ দিন সমাপ্তির পর ৮ টি নামি কাগজ নিয়ে,
স্কুল থেকে বেরিয়ে আসে সে।
অবশেষে ঋতো কলেজে যায়..
বন্ধুদের গান শোনায়,
ফুচকা খাওয়ায়, কারন দেখতে দেখতে
আরো ১৮২৫ টা দিন পেরিয়ে গেছে,
তার কলেজের শেষ দিন।
আজ সে ঘড়ে বসে, বালিশে মুখ গুঁজে কাঁদছে,
কারন আজ তার ইনটারভিউ ছিল।
যখন তাকে ধরা হলো,
আকবরের বাবার নাম কি?
হা পিত্যেশে সে দাঁড়িয়ে রইলো...
দেওয়ালে ঝোলানো আকবরের ছবিটির দিগে চেয়ে।
সে ডিসকোয়ালিফাই হয়েছে।
তাই সে কাঁদছে
আর ভাবছে-
আরো কি কোনো স্কুল-কলেজ আছে বাকি?
তবে কেন গেল সবকিছু ফাকি?