দ্বগ্ধ আগুনে জ্বলিয়া পুড়িয়া
জন্ম নিয়েছো তুমি,
দেবতার মত পরম আদরে
গড়েছো এই আমি।


কষ্ট করেছো কেঁদেছো অনেক
নিয়েছো সয়ে যত,
বাড়িয়েছি আমি ততই তোমার
ভগ্ন হৃদয়ে ক্ষত।


ছিরে নিয়েছি শাড়ীর আচল,
করেছি তোমায় ভোগ,
তবুও তুমি আশির্বাদ করেছো
আমার ভালো হোক।


শত ত্যাগ করে বাঁচিয়েছো মোরে,
দিয়েছো আগুনে পাড়ি,
তুমি আর কেউ নও,
এই বাংলার এক অভাগী নারী।