আজ তোমায় দেখিলাম,
তুমি রূপবতী!
১০৮ টা নীলপদ্মের থেকেও তুমি রূপবতী।
পূর্ণিমার চাঁদ, তোমার রূপের কাছে হার মেনে
মুখ লুকোয় প্রতি আমাবস্যার রাতে।
আরো কাছে গেলাম..
সেতারের সাত সূর তোমার শরীরে
অলঙ্কার হয়ে ঝড়ছে।
আর দুপা এগোতেই;
নাকে হিঃসার গন্ধ এলো...
তাকিয়ে দেখলাম
শত শত যুবক তোমার নগ্ন দেহে আচড় কাটছে
তারা তোমার সৌন্দর্য নিতে চায়,
তারা তোমার শরীর নিতে চায়।
তুমি সব বুঝেও অবুঝ..
তুমিও তাদের সঙ্গে দেওয়া-নেওয়ার খেলায় মত্ত হয়েছো।
আমি সব দেখছি দাঁড়িয়ে,
আরেকটু এগোবো, সামনে সীতা গন্ডি!
আমি নিরূপায়, তুমি অবুঝ
আমি ফিরে এলাম,
নীল খামে তোমার মৃত্যু লিখার জন্য।