সে শিশু
সে অবোধ,
তাকে বাঁড়তে দাও।
তার রাস্তার কাঁটা হয়ো না!
তুলে দিওনা তার ঘাড়ে
ভাড়ী বইয়ের বোঝা,
তাকে বাড়তে দাও।
সে গাছ হতে চায়
তাকে দিয়ে বিমান চালাবে কি করে?
সে সবুজে ভরে দিতে চায় গোটা পৃথিবী,
শুষ্ক মরুভুমিতে ফোঁটাতে চায় নীল পদ্ম;
অনাহারের মুখে তুলে দিতে চায় বাঁচার সামগ্রী,
তাকে এমন চারদেওয়ালে আটকিও না
সে মরে যাবে।
বিমান চালানো তার পক্ষ্যে সম্ভব নয়
সে গাছ হবার জন্যই জন্মেছে।
তার কাঁধ থেকে বইয়ের বোঝাটা নামিয়ে নাও,
নাইলে সেও শুকিয়ে যাবে সমাজের চাপে;
বইয়ের বোঝার চাপে.
সে গাছ হতে চায়,
তাকে গাছ হতে দাও।