নিরুপমা, আজ কতোদিন হলো তোকে দেখিনা!
তোর সোনালী-রুপোলী সুরের ঝংঙ্কার
কতদিন আমার কানে বাঁজে না!
নিরূপমা আমি তোর প্রেমিকা রূপা,
তুই আমার প্রেমিকা।
এ সমাজ আমাদের কোনদিন মেনে নেয়নি নিরূপমা!
কোনদিন নেবে না।
কিন্তু তুই তো জানিস আমি তোকে কতো ভালোবাসি,
জীবনানন্দেন বনলতার মত,
দেবদাসের পারোর মত,
এ সমাজ ভালোবাসা বোঝে না;
এ সমাজ নিয়ম বোঝে।
সমাজের চাপে লোকগুলো কেমন পুতুল হয়ে গেছে!
তুইতো জানিস আমি একজন পুরুষ;
তোর ওই হরিণের মত তীক্ষ্ণ চোখ,
পলাশের মত গায়ের গন্ধ,
মায়ের মত হাতের স্পর্শ,
আমি খুব করে চাই নিরুপমা।
এ সমাজ ভালোবাসা বোঝে না,
এ সমাজ প্রেম বোঝে না!
এ সমাজ শুধু পাশের বাড়ির মানুষের কথা বোঝে।
আমার কি মনে হয় জানিস নিরুপমা?
এ সমাজের প্রত্যেকটা মানুষের মাথা খুব কড়া সুদে বন্ধক দেওয়া আছে,
পাশের বাড়ির মালকিনের কাছে।