মানুষের জন্মই হয়
একটা কবিতা লেখার জন্য,
নিদিষ্ট একটা কবিতা।
জন্মের পর থেকেই সে
কবিতার জন্য হাঁটতে থাকে;
দীর্ঘ-দীর্ঘ পথ,
সে ক্লান্ত হয় না,
তার জানা তার জন্ম
একটা কবিতা লেখার জন্য,
নিদিষ্ট একটা কবিতা।
ছন্দ খানা থেকে ছন্দ জোগার হয়,
লয় খানা থেকে লয়,
এর মাঝেই কেটে যায় দীর্ঘ বছর
কেউ কেউ ক্লান্ত হয়ে পরে,
কেউ কেউ সব জুড়ে কবিতা লিখে
আতকে দেয় পৃথিবীকে,
আর কেউ কেউ ছন্দ পতনের ফলে মাঝপথে মরে যায় মরুবুকে,
সকলেই স্বপ্ন দেখে
তবে সকলেই কবিতা লিখতে পারে না,
সব কবিতাই স্বপ্ন হয়
সব স্বপ্নের কবিতা হয়ে ওঠা হয় না...।