একুশ,তুমি আছো বলে
আমি মাকে ডাকি প্রাণ খুলে,
মন খারাপের দিনে আজও শুনি
লালনের একতারা-
তুমি আছো বলে
কোকিল গান ধরে ময়ূর নাচে
পদ্মা-যমুনা ঢেউ খেলে আপন তালে।
তুমি আছো বলে
বিলে ঝিলে বর্ণিল শাপলা ফোটে
বাঙালি পরিচয়ে আমি গর্ব করি।
তুমি আছো বলে
এ দেশে আকাশ খোলামেলা নীল
বাতাসে ওড়ে লাল সবুজের পতাকা।