বর্ণবাদী আচরণ, যেন আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা,ঝলসে পড়ে;
তামু ম্যাসিফ, মাউন্ট অ্যাটনা কিংবা ভিসুভিয়াসের মতন!
নির্মোক ভেঙ্গে বেরিয়ে আসে ভয়াল ছোবল বর্ণবাদী আগ্রাসন!
প্যাঁচার কর্কশ ডাক, হায়নার দল, ক্ষমতার বিভৎস রূপ;
বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের বলয়গ্রাস থেকে।
এই বুঝি ধ্বংস করে ফেলবে সব; সব কিছু...
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


অবাক বিস্ময়ে তাঁকিয়ে থাকে গোটা বিশ্ব বিবেক!
মানবতা আজ গুমরে কাঁদে, দেখার নাইতো কেউ!
ভুলে যায় মানুষ সৃষ্টির সেরা; সুন্দর আকৃতি,
নারী -পুরষের গাত্রবর্ণ; অমোঘ সত্য মেলানিনের কথা;
বোধহয় রংয়ের কারিগর ওরা, রক্তে মাখামাখি!
আমি কিছুই বলব না, শুধু চেয়ে চেয়ে দেখবো, তাতো হয় না!
সাদা সন্ত্রাসী আমি মানি না, মানি নাকো কোনো জুলুম-অত্যাচার!
না কোনো আইন, শার্পভিলের পাসপত্র আইন।
মানি না- এতসব অরাসাসা বর্ণবাদ,
বুঝতে চাই না এতসব উদ্ভট বিভাজন!
কিসের শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ভেদাভেদ ?
কিসের ‘দ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশন...; কিসের উসকানি?
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


গাড়ির চাকা কালো হলেই বর্ণবাদ থাকে না,
কতবার বলবো-কার্বনের বহুমুখী রূপ!
থাকে রক্তে,মাংসে,অস্থিমজ্জায়,
হৃদপিণ্ডে কিংবা স্পর্শকাতর নিউরনে।
ইলেক্ট্রোপ্লেটিং- এ কোনো কাজ হয় না।
ভেবে দেখ-বর্ণবাদ আছে,  পরিবার, সমাজ, বিজ্ঞাপনের ভাষ্যে;
সেই বর্ণবাদের শিকার হলো জগতের  সব-কালো মেয়ে;
অথচ কী সুন্দর বাণী দেখ-জাতের মেয়ে কালো ভালো!
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


কিছুই বলব না, তাতো হয় না;
সর্বত্র আজ তথাকথিত ফর্সা মেয়ের কদর,
ঐ যে দেখ-   ফ্রন্ট ডেস্ক কিংবা রিসেপশনে, নাটক, সিনেমায়,
বিমানবালাদের কথা না হয় বাদই দিলাম থাক;
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


বদলে ফেলো দেহঘড়ি,হুংকার ছাড় বাঘের মতন!
জন্ম নিক অজস্র নিয়াকিম,  ম্যান্ডেলা, লুথার কিং,
কিসের এত সাদা-কালো, কিসের রঙিন ঘুড়ি ?
ভেতরটা একবার খুঁজে দেখ-সবই পাবে তুমি!
জর্জ ফ্লয়েডকে নিয়ে ভাবছি না আর,কী লাভ বলো ভেবে ?
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


জোফরা আর্চার,হিথ স্ট্রিক, না হামজা চৌধুরী,
না সেরেনা উইলিয়ামস,আর না কাশেম সোলাইমানি,
কোথায় বিশ্বের ঘুম ভাঙাল নিথর আয়লান কুর্দি ?
ভূমধ্যসাগরে ডুবন্ত সেই মানবতার প্রতীক!
কোথায় আজ ট্রাম-পুতিন কোথায় শি জিন পিং?
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


ভাবছি - ভেতরে সবার সমান রাঙা,সত্যেন্দ্রনাথের মতন;
সবার উপর মানুষ সত্য, চণ্ডীদাসের মতন।
প্রতিবাদে আজ সাদা-কালো মিলেমিশে একাকার ,
বাবরি মসজিদ ধ্বংস হয়, রোহিঙ্গা হাহাকার!
কেউ শোনে না মানবতার কথা, মিথ্যে অভিনয়;
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


দুঃখ-কষ্ট, আবেগে আজ পত্রিকার হেডলাইন;
কথায় কথায় নোয়াখালী আর বরিশাল তুলে আনি!
কেউ খুঁজে ফেরে না আর শুদ্ধতার ইতিহাস;
মিথ্যার জালে ধরা পড়েছে বোধহয় আজকের দুনিয়াটা !
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


জেমস হার্জগ বর্ণবাদী, বর্ণবাদী সে।
বর্ণবাদী তুমি-আমি; বাঁকি থাকলো আর কে?
সাম্প্রদায়িকতা কোথা থেকে এলো-কোথায় ঠিকানা?
কিসের এত মুসলিম-হিন্দু, কিসের বৌদ্ধ-খ্রিস্টান ?
কিসের ব্রাহ্মণ, ক্ষত্রীয়, বৈশ্য, কিসের শূদ্র, কায়স্থ ?
কিসের এতো জাত ভেদাভেদ, কিসের বাহাদুরি?
সময় হলে ঠিকইতো বলো-অ বেবি, নিতম্বে মার চড়...
হুঁশ থাকে না বিভেদ যত, শরীরের কালো রং!
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


কি হলো কবি-ভাব এসেছে ? থামো এবার থামো;
না থামব না এখনই আমি, যাত্রাপালা শুরু ...
আমার বাক-স্বাধীনতা যখন লুট হয়ে যায় তখন থেমে থাকা যায় না;
কণ্ঠস্বর যখন বাজেয়াপ্ত হয় তখন থেমে থাকা যায় না;
স্বপ্ন যখন ডাকাতি হয়ে যায় তখন থেমে থাকা যায় না;
আমি কিছুই বলবো না, শুধু চেয়ে চেয়ে দেখবো,তাতো হয় না!
দেখ -কলমের ডগায় আজ বিষাক্ত ছোবল!
এ কেমন  শাসকগোষ্ঠী; মানসিকতায়  বর্ণবাদ!
ইসরাইল কেনো ইহুদি রাষ্ট্র - নয়া বর্ণবাদ?
কোথায় আজ নৈতিকতা-মূল্যবোধ কোথায় সুশাসন?
সব শালারা রেসিস্ট আজ; মিথ্যা ভাওতাবাজী!


ভেবে দেখ-আরো একবার সময় এখনো বাকি,
অহঙ্কারে শ্রেষ্ঠত্ব নাই, আছে উদারতায়।
বর্জন করো উগ্রতা তাই সবাই মনে প্রাণে!
রুখে দাও আজ বর্ণবাদ সাইবার দুনিয়ার,
বর্ণবাদ নিপাত যাক আছি সবার সাথে;
অগ্নি ঝরুক স্লোগানে আজ দেখুক বিশ্ববাসী!