বেহাগ রাগিণীতে বাজছে বিদায়ের সুর;
মর্মন্তুদ, বেদনার করুণ সুর!
তাই লিখে রেখে যাচ্ছি তোমাদের জন্য এক অভিন্ন কবিতা...
দারিদ্র্য, অশিক্ষা, সংকীর্ণতা-
আর আছে পশ্চাদপদতার আঁধার এক!
মূর্ছিত হচ্ছে কবির প্রাণে।


অথচ কী আশ্বর্য দেখ; কবিতা নাকি খুব সস্তা জিনিস!
কেউ আর কবিতা ভালোবাসে না; কবিতার আড্ডা আর নয়!
কবিরা নাকি না খেয়ে মরে; কল্পনার জগত গড়ে।
কিন্তু আমি বলবো-না।
কবিরা শুধু কল্পনার সৌধ নির্মাণে ব্যস্ত নয়,
সমাজটাকে বদলানোর আইন প্রণেতাও বটে;
মাফ করবেন, তারুণ্যপ্রসূত বেয়াদবী!


হ্যাঁ, আমি কবি, সুন্দরকে খুঁজে বের করা কবির কাজ।
হয়তো তোমাদের সমাজে আমি কবি নই;
দায়বদ্ধ কবি এক; তবুও তো আমি কবি, দায়বদ্ধ কবি!


প্রকৃতির রূপ, রং, রস!
কবিরা খোঁজেন সুন্দর, চায় মুক্ত পরিবেশ;
দীপ্ত মানবতা, অমিত ও বিচিত্র সৌন্দর্য!
বিশ্বজনীন প্রীতিময় মানব-সম্পর্ক, আনন্দময় নতুন বিশ্বরচনা।
এমনটা কে না চায় বলো?
হ্যাঁ,আমি কবি, দায়বদ্ধ কবি এক।
তবুও তো আমি কবি, দায়বদ্ধ কবি!


বিশ্বায়নের নবদিগন্ত, ইন্টারনেটের যুগ,
অপ্রতিরোধ্য মুরারীপুর ,গ্রামের আবহ থেকে আজ আমি এখানে,
শীতের কুহেলী ভেদ করে, এই শহরের বুকে এক আলোর বন্যা!
উচ্ছৃঙ্খল বাতাসে ভেসে এসেছিল নজরুল;
দৃপ্ত পায়ে হেটে রবী ঠাকুর;
নিরঞ্জন, নূরুল দীন, তালেব মাস্টারের কথা;
এত দরদ দিয়ে কে বলতে পারে বলো?
আর বলছো, কবিতা নাকি খুব সস্তা জিনিস!
আমি বলবো একদমই না এবং না।
হ্যাঁ, আমি কবি, দায়বদ্ধ কবি এক,
তবুও তো আমি কবি, দায়বদ্ধ কবি!


একাত্তর দেখি নি আমি,
তবে দৃশ্যপট আঁকতে আঁকতে জেনেছি সেই ইতিহাস!
কাঁন্না, আর্তনাদ, চিৎকার, আকুতি-মিনতি!
কিবা অপরাধ ছিল বলো?
করুণ আর্তনাদে থমকে যেত এক ঝাঁক পাখির দল!
বেদনায় মুষড়ে উঠতো কুয়াশার শান্ত সকাল!
সূর্যও চরম লজ্জা পেয়ে, মাঝে মাঝে মেঘের আড়াল হতো!
চিৎকারে ভেঙ্গে যেত সমস্ত নীরবতা!
কান্নায় ভেসে যেত মরুভূমির শুষ্কতা!
আর যন্ত্রণায় ছটফট করতো ঝরে পড়া পাতারা!
আজই শুনলাম কবিতা নাকি কেউই পড়তে চায় না;
আর বলছো, কবিতা নাকি খুব সস্তা জিনিস!
কেনো একটা কবিতার লাইন মনে পড়ে না ?
যে কবিতা শুনতে জানে না; সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না।
হ্যাঁ, আমি কবিদের পক্ষে, কবিতার সপক্ষে।
আমি কবি, দায়বদ্ধ কবি এক।
তবুও তো আমি কবি, দায়বদ্ধ কবি!
রাজনীতির জটিল সমীকরণ ;
ইতিহাস বিকৃত স্থিরচিত্র!
বেদনাবিধুর কাহিনি; কী লাভ হলো বলো?
জাতীয় দুর্যোগ আজ বড় করুণ...!
আগ্নেয়াস্ত, অস্ত্রের ঝনঝনানী,
বারুদের ঝাঁঝালো গন্ধ,
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস!
মানুষ কী ভুলে গেল সেই কবিতার কথা;
সেই কবিতা ও কবির কথা,
একটা তর্জনীর ইতিহাস!
সম্মোহনী, বাক্য হৃদয়গ্রাহী; বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা।
অদম্য প্রাণশক্তি, দুর্বার সাহসিকতা, আত্মশক্তি-
কে জুগিয়েছে বলো?
কবি এবং কবি।


শক্তির দম্ভকে কাজে লাগিয়ে তুমি যতই বলো না কেনো-
কবিতা খুবই সস্তা জিনিস ,আমি বলবো-না ;একদমই না।
কারণ আমি কবিতা ও কবিদের পক্ষে,
হ্যাঁ, আমি কবি, দায়বদ্ধ কবি এক!
তবুও তো আমি কবি, দায়বদ্ধ কবি!


দুঃখের অমানিশা ঘনিয়ে আসছে...
লোভের বিভৎস রূপ!
দীর্ঘশ্বাস, বাতাসও আজ কেনো জানি বিষাক্ত।
হিংসার উন্মত্ততা, বর্বরতা, নিলর্জ্জ আত্মপ্রকাশ,
দুর্দিনের রূঢ় বাস্তবতা, দুঃখ তরঙ্গ,
প্রবল আবেগ, অবক্ষয়ের অজস্র অভিঘাত।
অথচ চেয়ে দেখ কবিদের নির্ভীক হৃদয়, উন্নত মস্তক।
কেনো, বিদ্রোহী পড় নি?
বনলতাসেন ছুঁয়ে দেখছো কখনো ?
নিসর্গ শোভার আছে যে এক মায়াবী আকর্ষণ!
সেটা কে বলেছে জানো ?
কবি এবং কবি।
হ্যাঁ, আমিও কবি, দায়বদ্ধ কবি এক!
তবুও তো আমি কবি, দায়বদ্ধ কবি।