ঝাঁপিয়ে পড়বো হরিণীর বুকে, শেক্সপিয়রের মতন;
মন চাইলেই সন্ন্যাসী হবো, গৌতম বুদ্ধের মতই;
নেব স্বেচ্ছা নির্বাসন, অ্যারিস্টটলের মতই;
পারব পাথর  কাটতে আমি সক্রেটিসের মতন!


প্লেটোর মতন মাঝে মাঝে হবো  উদাসীন!
তাই বলে কী বলবে  আমায় শূন্য মেধাহীন,
কী ভেবেছো- আর্কিমিডিস; ব্যস্ত আছি আমি;
কেউ জানে না বিধাতা জানে আর জানো তুমি;
উন্মাদ  আমি মাঝে মাঝে আইনস্টাইনের মতন!


কলম্বাস হয়ে পাড়ি দেবো কষ্টের জীবন তখন;
চাইলেই পারি জন কিটস হতে কবিতার নেশায় ভারী;
নিউটন সেজে সূত্র  দিতে আকাশে-বাতাসে  ছাড়ি;
চাইলেই পারি হুইটম্যান হয়ে পাবলো পিকাসোর ছবি;
চাইলেই পারি হিটলার সেজে মানুষের সেবাই সবই...!