আমি কবি, অবিদিত কবি!
বলতে আসি নি নিজের কথা;
নিয়ে এসেছি এক অভিন্ন কথা-
নারীদের জীবন কথা!


জানি প্রত্যেকটি জীবনের গল্প আলাদা!
কেউ কারো মত নয়;
পুরুষতান্ত্রিক সমাজ, নারীর গল্পটা একটু বেশিই আলাদা!
একবিংশ শতাব্দীর পিচ্ছিল পথ; হাঁটতে গিয়েও চলন বাঁকা!
কখনও রমণী নামের সমাসবদ্ধ পদ,
কী আশ্চর্য-’রমণ করে যে নারী!


‘আশ্চর্য হই-নারীর প্রতিশব্দগুলো দেখে!
নারী নাকি অবলা-অঙ্গনা;
কখনও কামিনী, প্রমদা-শর্বরী;
একাক্ষর ধ্বনির সৃষ্টি নারী যেন নিপাতনে সিদ্ধ;
নারী সৃষ্টির বিজ্ঞান কেমন জানি ঐন্দ্রজালিক মহাকাব্য!
রবী ঠাকুর, বাটলার, রাসকিন, রুশোর ভিক্টোরীয় যুগের মানসিকতা;
কেমন জানি, আজব খেলা!


এ যেন লিঙ্গ রাজনীতির বায়োলজিক্যাল ডিফরেন্স;
নোংরা রাজনীতি; চার দেয়ালের মাঝে বন্দি নারী।
অবশ্য প্যারাডক্সিকাল মতবাদ দেবী কিংবা দানবী!
জুডিসিয়াল কিলিং আমি বলবো না;সেই সময় এখনও আসে নি,
প্রেম ও কামের আধিপত্য বিস্তার;  সেঞ্চুরি করে উল্লাস করা যায়,
একমাত্র মিন্নিকে ফাঁসি দিলেই সমাজটা বদলাবে না;
সত্যি বলতে কি -সমাজটা আজ নষ্ট হয়ে গেছে;
কারণ মুর্খরা মসনদে বসে!
বলতে আসি নি নিজের কথা;
নিয়ে এসেছি এক অভিন্ন কথা-
নারীদের জীবন কথা!


মৃত্যুদণ্ড কিংবা ক্রসফায়ার দিলেই-ধর্ষণ কমে যাবে না;
না না ‘বাড়বে’ সেটাও বলছি না,
বলছি ভিকটিমকে মেরে দেবে, স্তব্ধ করে দেবে প্রতিটি নিঃশ্বাস!
নতুন করে আইন কী দরকার, যেখানে প্রয়োগই হয় না!
কী আশ্চর্য-তাই না!


সন্তান উৎপাদনে সক্ষম না হলেই নারী নাকি নারীর পর্যায়ে পড়ে না,
সীতার জন্মের কথা অমি  ভুলি নি, দ্রোপদী- না থাক; কতবার বলবো?
শকুন্তলার জন্মের ইতিহাসও  আমার স্পষ্ট মনে আছে;
পুরুষতান্ত্রিক সমাজ, নারীর গল্পটা একটু বেশিই আলাদা!
রাত বারোটায় ঘরে ফিরলেই নারী নাকি বেশ্যা হয়ে যায়;
পুরুষ হয়ে যায় রাজা!


গুঁড়িয়ে দাও ফ্রয়েডীয় মতবাদ...!
আমি বলছি -কারণ আমি কবি, অবিদিত কবি!
বলতে আসি নি নিজের কথা;
নিয়ে এসেছি এক অভিন্ন কথা;
নারীদের জীবন কথা!