কেন্দ্রবিমুখী বল; তাই গুটিয়ে ফেলেছি ভালোবাসার উদ্ভট গল্প!
জীবন এক কঠিন খেলা, ভীষণ কঠিন!
জিরো আওয়ার থেকে শুরু করার সাধ্য নেই আমার।
বিজয়ী হওয়ার কোনো দরকার নেই আর;
আজও সব দেখি অকার্যকর সেদিনের মতন!


মহাকর্ষ বল, পরমাণু বিদ্যা, নিষ্ঠুর সময়; সব, সবকিছু...
দাঁতে- দাঁত চেপে লড়াই করে কী লাভ বলো!
উত্তপ্ত গলিত পদার্থ; এমনিতেই কাম হবে।
কারণ চুলের গন্ধে লেপ্টে আছে রসাল সেক্সের অভিন্ন গন্ধ!
স্থান, সময় কিংবা বালের পদার্থ নিয়ে ভাববার সময় কোথায় বলো।


গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে; অকল্পনীয় চাপ, ভীষণ ঘণ-উষ্ণ।
আমিও কয়েক’শ কোটি আলোকবর্ষ পেরিয়েছি, মাত্র একটা ক্লিক করে!
কী ভেবেছো; থেমে যাবো এখানে; না কখনোই না...
ভেতরটা এখনও আগুনের মতো  গরম; কেমন জানি ফিউশন বিক্রিয়া!
অবশ্য ব্ল্যাকহোলের সংস্পর্শে আসলেও আপেক্ষিকতার নিয়ম ভাঙে না!
বায়ুমণ্ডলে অক্সিজেন সেদিনও ছিল না; আজও নেই!
অথচ চেয়ে দেখ- দিব্যি বেঁচে আছি!
হোক না ভাই, আমি রাস্তার ছেলে;তুমিই থাকো মহাবিশ্বে...!