যারা আজ নেই
যারা আজ রূপকথা
তাদের ডাকে, তাদের বস্তিতে যাবার জন্য
ঘুম থেকে উঠি,
আয়ু ফুরিয়ে ফেলে খনিতে শূণ্যতা আনছি, প্রতিদিন


সূর্য তার অলংকারে আজও শৌখিন হয়নি
ঘোর চলেছে মেহনতী মানুষের সাথে
কোথাও জমা হবে, জেনে
সবাই গতিপথে


কিন্তু কোথাও কিছু জমেনি
কেউ কোথাও দাঁড়িয়ে নেই
মনে হয় ডাকছে, কিন্তু তা নয়


অলীক পথে, অলীক ডাক: এসো
মৌন রাতে, বিদীর্ণ হবার জন্য
সূর্য আলো দেয়, আলো খেয়ে খেয়ে মানুষ ফিরে যায়
ঘুম গতরে ভাঙন চলে, কি ইহলোকে!  কি পরলোকে!