প্রভাত যদি এমন হয়, যে প্রভাত দুখীর নয়
যে প্রভাতে গরীবগণ, শীতে কাপে কনকন।


শীতের প্রভাতে আগুন জ্বালিয়ে,
শীত কাটায় প্রভাত গরিয়ে।


পাতলা কাপড়ে, পোশাকহীন শরীরে
ভিড় জমায় তারা একটু আগুনের পারে।


শীতে তাদের গা কাঁপে আর মুখ পরে থুবরে
গরিবের এই দৃশ্য দেখে, লুকাই মোদের চোখরে।


খুব আরাম ও আয়েশে, শীতের এই প্রভাতে
দেহকে মোরা সতেজ রাখি, ঢেকে গরম কম্বলে।


ধনুকের মতো বাঁকা হয়ে, গায়ে চাদর পেঁচিয়ে
শীত নিবারণের বিফল চেষ্টায়, উঠেছে তারা হাঁপিয়ে।


যারা দিনাতিপাত করে, অনেক কষ্টে চেঁচিয়ে
তাদের  দিকে আগাইনা কেন, সাহায্যের হাত বাড়িয়ে ।


আমরা যদি করি দান, তাদের মুখে হাসি অম্লান
অল্পতে তারা তুষ্ট যেন, গাবে মোদের  জয়গান।


একটু দৃষ্টি দিলে রেখে, কষ্ট তাদের হবে ফিকে অনেক সুখে থাকবে তারা, প্রভাত দুঃখ যাবে কেটে।


(রচনাকালঃ ১৪-০৫-২০০৯ ইং, মঙ্গলবার রাত ১০ টা ৩০ মিনিট)