গাই সাম্যের গান, অনন্ত অনির্বাণ
বাঁচব মোরা একসাথে, এক মন এক প্রাণ।
ভেদাভেদ যাই ভুলে, অন্যায়কে রাখি দূরে
ধরি একতান।


গাই সাম্যের গান, মানুষ যত আছি
যতদিন বাঁচি, পরস্পরে করি সম্মান।
হাতে রাখি হাত, কাঁধে মিলাই কাঁধ
শান্তি আসবে অফুরান।


গাই সাম্যের গান, অস্ত্র হাতে সৈনিক
পণ্য হাতে বণিক, কৃষকের হাসি অম্লান।
সত্য কথা বলি, সরল পথে চলি
মানবতার জয়গান।


গাই সাম্যের গান, ভিক্ষুক আর পথশিশু
অবহেলার নয়তো কিছু, একটু খেয়ালে খুশির প্লাবন।
কথা ও কাজের যত্ন করি, বিবেকটাকে ঘষি-মাজি
সফলতা বহমান।


( রচনাকালঃ ২৯-০৫-২০০৯ ইং)