নিযুত বিন্দু রক্ত, অসংখ্য নিকোটিন,
আর কিছু ভালোবাসা,
ছুটে যায় হৃদপিন্ড থেকে ধমনী হয়ে,
কোষ থেকে কোষান্তরে।


ফিরে আসে, কালো ধোঁয়ামাখা খুন হয়ে,
শিরাপথ ধরে হৃদয়ের মাঝে,
ভালোবাসা বিসর্জন দিয়ে।


রক্তাভ চোখে ভাসে অসহ্য যন্ত্রণা,
মুঠো মুঠো সিডাটিভের নিষ্ফল আর্তনাদ।
অঝোর প্রবাহী লালগঙ্গায়,
কাগজের নায়ে দিকভ্রান্ত ভালোবাসা।


বোহেমিয়ান তরুণের, জটাচুল, চাপদাড়ি,
মলিন মুখ, নিষ্প্রভ আর নেশাতুর,
প্রচন্ড ঘৃণা আর আক্ষেপে।