আজ কার বিরহে মন বিরহী,
কার আশাতে হৃদয় দ্ব্যর্থ,
কারে দেখিতে দু'চোখ তৃষিত,
তারে বুঝিতে আমি ব্যর্থ।


কার অপেক্ষায় নির্ঘুম কাটে রাত,
কার ছবিতে ধূলোর পর্দা পড়ে,
কারে ভাবিয়া ছলছল দু'নয়ন,
কার লাগিয়া আমার এ মন পোড়ে।


আজ কারে পাইতে অদম্য ইচ্ছা,
কার স্বপনে যাচ্ছি আমি ভেসে,
কার প্রণয়সুর বাজে মোর প্রাণে,
তারে বলি, ধরা দাও কাছে এসে।