তোমার ললাটে দারিদ্রের সিল ছেপে
ওরা প্রাইভেট জেটে চেপে আকাশ ছুঁতে চায়।
ওদের প্যালেসের ভিত তোমার
অস্থিখন্ডে গড়া।
তোমার চর্ম শোভিত হয় ওদের ভূমি-অস্পর্শী চরণে।
তোমার করোটি ট্রফি হয়ে সাজে
ওদের বিলাসী হলরূমে।
তোমার মাংসে ভোজ হয়
ওদের শেফার্ডের।
তোমার রক্তে নেশাতুর ওদের
টাইগার শার্ক।


ওরা অভিজাত্যের মুখোশে নিজেকে ঢেকে,
তোমার প্রেয়সীকে চুমু খায়।
স্পর্শের বিষে নীল হয় তোমার
প্রিয়তমার গোলাপী ঠোঁট।
ওদের বরফশীতল নেত্রে
চকচকে লোভাতুর দৃষ্টি।
এক তুড়িতে উল্টে দেয়,
তোমার নিয়তি।
তোমার মেরুদন্ড গুঁড়িয়ে
ওরা তোমাকে করে পাতালের কীট।


আর কতদিন পিঠ পেতে দেবে
কাঁটাচাবুকের নীচে?
এবার উল্টে দাও সময়টাকে।
ঘড়ির কাঁটা চলুক উল্টোদিকে।
লাল হোক আকাশের রঙ।
সাগর হোক খুনে টলমল।
মহাজাগতিক ইতিহাসকে বদলে দাও
হে অন্ধকারের কীটের দল।