জন্মান্তরের বাঁধন ছেঁড়ার কাল অসন্ন,
শত হৃদয় নীলবর্ণ করে বিষাক্ত তূণে।
চলছে বেঁধে রাখার প্রাণান্তকর প্রয়াস
অঝর অশ্রু বর্ষণে।
মানসপটে ছোট্ট জীবনের প্রামাণ্য।
দৃশ্যপটে অসংখ্য স্বজনের
অসহায় সজল প্রিয়মুখ।
তবুও হাতছানি দেয় অনন্ত পথ।
তবুও ইশারায় ডাকে কৃষ্ঞ গহ্বর।
আর প্রয়াণকালে আঁকড়ে ধরতে চায়
স্মৃতির ছিন্ন সূতো।


জীবনের শেষ সূর্যাস্তের ক্ষণে
সমস্ত সত্তা চিত্‍কার করে বলছে,
"আবারও ফিরতে চাই মৌন প্রভাতে
কুয়াশা চাদরে, ঘাসের ডগায়
একফোঁটা জল হয়ে।
ছুঁয়ে দিতে চাই তোমাদের পা
উষ্ঞ প্রাণের পরমানুভবে।"