একখানি মোর ভাঙা তরী,
একপাশ ভাঙা গলুই,
বৈঠার কাঠে পচন ধরা,
তার জীর্ণ মলিন ছই।


একখানি মোর ভাঙা তরী,
ভাসাই অথৈ সায়রে,
একবার উঠি ঢেউয়ের চূড়ায়,
আবার ডুবি গভীরে।


একখানি মোর ভাঙা তরী,
আদিগন্ত জুড়ে জল,
তবুও বাইছি তীরের আশায়,
আমিও যে দুর্বল।


তবুও আমার এ ভাঙা তরী নিয়ে,
একাকি ভেসে আছি,
আলোতে, ছায়াতে এই তরীখানি
আঁকড়ে ধরে বাঁচি।