বিষন্ন বালক -
ছুটে যায় ফড়িং ধরতে, ছিটকে ফেলে পালক।
মেঘে চড়তে হাত বাড়ালেই, পেজা তুলো নড়বড়ে,
কেমন হয় হাঁটার সময় চাঁদকে হাতে নিলে!


বিষন্ন বালক -
ডাঙায় গেলে চলে, জলে নামে ভাটা,
উষ্ণতাকে শান্ত করিতে, ফুটোয় পায়ে কাটা।
সহ্য করে চোখ মেলিয়ে, ফেলেনা তবু পলক!


বিষন্ন বালক -
জঞ্জালে গেলে হেঁটে, জন্তু যায় সরে,
নর গেলো নারী গেলো, তোমরাও গেলে!
হারাতে এসেছিলেম, হারিয়েই দিলে!


বিষন্ন বালক -
দম ফেলে ফেলে,
হয় বলে রাখছে বাঁচিয়ে
যাবেই তো একদিন চলে।


চাঁদের চুম্বন তার একটুকু সান্তনা,
শিশিরে হাতের ছোঁয়া, তার মিথ্যে বাহানা।
একটু পারো নাহ কেও-ই দিতে!


হয় বলে রাখছে বাঁচিয়ে,
যাবেই একদিন চলে!