আকাশে উঠেছিল চাঁদ, ভরে ছিল তাঁরা
ফুলের বাগানেও কিসের গুনগুন!
সবাই আনন্দে দিশেহারা।
অতিথি পাখিটিও গিয়েছিল ডেকে।
তাহলে! তাহলে কি এসেছিল কেউ!!


হ্যাঁ হ্যাঁ, এসেছিল পরী, হারিয়ে ডানা,
দেবলোক থেকে এনেছিল সুখ,
সবার হৃদয়ে বসেছিল তার মেলা।


আঠারো বছর আগে এই দিনটাতে
পরী এসেছিল নবজাতকের বেশে,
শীতের কোন এক বিকালে
সে যে ধরা দিয়েছিল আমার চোখে,
সেদিন হতেই __
সে যে পরী হয়ে আছে আমার মনে।।


"বি.দ্র. একজন বিশেষ মানুষের আঠারো তম জন্মদিনে আমার দেওয়া উপহার।"