কবিতাকে যে ভালোবাসাচ্ছ—তাকে ভালোবাসি ।
সাহিত্য-শিল্পকে যে অসীম করে তুলছ—তাকে ভালোবাসি ।
নদীকে যে ভালো লাগাচ্ছো—তাকে ভালোবাসি ।
স্বপ্নকে যে দেখাচ্ছ—তাকে ভালোবাসি ।
ঝর্ণাকে যে বয়ে নিয়ে যাচ্ছো—তাকে ভালোবাসি ।
পাহাড়কে যে বিশাল বানিয়েছ—তাকে ভালোবাসি ।
পাখিকে যে মুক্ত করে দিচ্ছ—তাকে ভালোবাসি ।
ছাগলকে জড়িয়ে ধরে যে আদর করছো—তাকে ভালোবাসি ।
বৃষ্টিতে যে ভেজাতে চাচ্ছো—তাকে ভালোবাসি ।
ঘুড়ির সাথে যে মাঠে-মাঠে দৌঁড়াতে চাচ্ছ—তাকে ভালোবাসি ।
ভেজা মাটির সোঁদা গন্ধের যে ঘ্রাণ নিচ্ছ—তাকে ভালোবাসি ।
অন্যের সাহায্যে যে এগিয়ে আসছো—তাকে ভালোবাসি ।
অন্যের দুঃখ দেখে যার চোখ ছলছল করে উঠছে—তাকে ভালোবাসি ।
অলৌকিকভাবে যে মায়া বাড়াচ্ছো—তাকে ভালোবাসি ।
আমার জন্য যে অপেক্ষায়-অভিমানে বসে আছো—তাকে ভালবাসি ।
মুঠোভর্তি বেলী ফুল এনে যে বিছানার শিয়রে রাখছো—তাকে ভালোবাসি ।
আমাকে যে ক্ষণে ক্ষণে মুগ্ধ করছো—তাকে ভালোবাসি ।
ভালোকে যে ভালোবাসাচ্ছ—তাকে ভালোবাসি ।


“তাকে ভালোবাসি”
—সাব্বির আহমেদ সাকিল
চৌঠা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | বৃহস্পতিবার | ১৮ জুন ২০২০ ইং | রাত্রি ০৮ টা ৩৬ মিনিট