ঐ আকাশে মেঘ সেজেছে,
বাদল বুঝি এলো।
বড় ফুপির বিন্নি ধান
জলে ভেসে গেলো।


আয় রে দিদি বৃষ্টিতে ভিজি
করি হৈ চৈ।
স্নানের পরেই বড় কাকি
খেতে দিবে দই।


একটু পরে ছোট্ট কাকু
বেহাল নিয়ে যায়।
ধানের ক্ষেতে মাছ উঠেছে
খলই নিয়ে আয়।


অঝোর ধারায় বৃষ্টি ঝরুক
আমি দিদি চাই।
পিছল কাদায় গড়িয়ে পড়ি
তাইরে নাইরে নাই।


বিলের জলে নামবো আমি
বাদল নাছে ধায়।
ডুব সাতারে পাল্লা দিব
উঠব ভাঙা নায়


ফিরব ঘরে রঙিয়ে দু'চোখ
কাক ভেজা দুপুরে।
নিষেধ তুলে নিও মাগো
বিলাসী  আষাঢ়ে।