ভেজা পথের গলিতেও কখনো রোদ্দুর নামে,
শুকনো হলদে ঘাসেও হঠাৎ শিশির জমে|
অস্ফুট স্বরে কথা বললেও হয়তো মন বোঝে,
নয় কোন না পাওয়া ফালতু আর পানসে ভালোবাসার খোঁজে|
যেনো একটা সকালকে পুঁজি করে বেঁচে থাকা,
কখনো বা জলের ক্যানভাসে নিজের হাসি আঁকা|


হঠাৎ রোদেলা রাতে সোজা হাতে,একটা জোনাকের আলো,
অথবা হাসনাহেনা ফুটতে ফুটতে মাঝপথে যেনো তার গতি থামালো|
যেনো এই বুঝি একঝাক রাঁজহাস পানিতে নেমে পুঁটি মাছ নিলো গিলে,
কখনো বা দূষিত বাতাসে উড়তে উড়তে নেমে এলো একটা বক,ঝাপ দিলো এই বিলে|
আনমনে পাশ বালিশে মাথা পেতে ঘুমানোর অবসরে,
অতিরঞ্জিত আঠালো স্বপ্ন গুলো ভেঙ্গে গেলে নিজেকে পাই শূন্য ঘরে|