আজ তো আমার ভালো থাকার কথা নয় তবু ভালো আছি,
যেনো দুপুর রোদের ক্লান্ত  পথিকের মতো তৃষ্ণা মিটলেই বাঁচি|
ভেজা কাপড়ের গন্ধ মেখেও,মুখে লিখি হাসি,
ছাই রঙা পাতিলের তলাতেও ভাত নেই,তরকারী হয়েছে বাসি|
ছেঁড়া চাদরের নিচে ফুটো তোষকে উইপোকাদের স্বর্গবাস,
মুখের লালাতেও স্বাদ নেই,জমেছে নষ্টামির পরিহাস|


আজ তো আমার স্বপ্ন দেখার কথা নয় তবু স্বপ্ন দেখছি,
বালিতে বাসর গড়ে পিপড়েঁর ক্ষমতা কিনে আনছি|
তুলসী রক্ত ঝরিয়ে অন্ধ শিরাতে ব্যাথার ভাইরাস পুষছি,
জিভে আঙুল রেখে তবু যেন দু টাকার চুইংগাম আমি চুষছি|
চুপসে যাওয়া বেলুনেও দিয়েছি তালি,
ঝলসে যাওয়া চামড়ার খাতায় অংক কষছি কেবলি|


আজ তো আমার ভালোবাসার কথা নয় তবু ভালোবাসছি,
এক বৃত্ত আকাশে আবেগের পেন্সিল আমি ঘষছি|
ক্রিমের টিউব কেটে,বসন্তের চন্দন আঠা নিয়েছি ভরে,
ঘুঘুর চোখকে ফাঁকি দিয়ে,অতৃপ্ত বিকেল নিয়েছি কেড়ে|
অনাথ সময়কে কাছে ডেকে করছি প্রেম গল্পের ক্লাস,
ভাঙ্গা ব্রীজের পাশ দিয়ে খুঁজেছি,ডায়েরীর শেষ পাতার নিঃশ্বাস|