আমি ইচ্ছে করেই তোমায় আর লিখি না
সত্যি বলছি, ইচ্ছে করেই লিখি না
আমার উন্মাদ শব্দের পাগলাটে তাণ্ডবে,
তোমার নিদ্রা আর ছোটে না ।
তাই তোমায় আর লিখি না ।
এক পাহাড় অভিযোগ জমেছে মনে,
ক্ষণে ক্ষণে তা আবার আঘাতো হানে ,
তবু তোমায় কিছু বলি না ।
জানি, আমার অশ্রু গুলো আর শ্রুতি হয়ে , তোমার কানে বাজে না
তাইতো তোমায় আর একটুও বিরক্ত করি না
হইত ,আমার বিশ্রী কলমের শ্রীহীন চিঠিতে, তুমি এখন আর ভুলবে না
তাই তোমায় আর কিচ্ছুই লিখি না ।
সত্যি বলছি, আমি ইচ্ছে করেই তোমায় আর লিখি না ।