একি, তোমার মনখারাপ নাকি?
না, বিষন্নতার তৈলচিত্র আঁকি..
বললেয় হলো, স্পষ্ট দেখছি
প্রকৃতি জুড়ে চলছে তোমার
মনখারাপের বিজ্ঞাপন


ওহ তাই, দেখেছো তাহলে তুমি?
হ্যাঁ সত্যি তাই, শুনি কি করবে এখন?
আজকাল তো ব্যস্ত থাকো
কাজ নিয়েয় সারাক্ষণ
বলোহ.. কি করবে তুমি?


আচ্ছা বাবা, বলছি শোনো..


ঐ যে নীল আকাশটা,
সাদা কালো মেঘে ভর্তি
সেখান থেকে উড়ো উড়ো কিছু- মেঘ নিয়ে গুড়ো করবো


তারপর সেটি চা এর সাথে মিশিয়ে চা বানাবো
খুব কড়া এক কাপ চা
কিছু সৌদামিনী ও দিবো তাতে


জানিতো, তুমি পছন্দ করো
সৌদামিনীর ঝাঝালো স্বাদ
আর মিষ্টতা পাবে আমার ভালোবাসা থেকে


যার স্বাদ নিষন্ন করবে তোমার বিষন্নতা
দূর হবে তোমার রিক্ততা
নিমিষেই পাবে পূর্ণতা
একি, তুমি হাসছো যে?


হিহিহ
তোমার উদ্ভট কথায়
না হেসে কি উপায় আছে?


কিহ, এতো বড় অপমান
আমি উদ্ভট কথা বলি...


ইস..............চুপ
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি


হুম, উদ্ভট বলে ভালোবাসছে এখন..
সন্ধ্যা নামছে, চলো বাসায় হাঁটি।