জাগিয়াছি আমি নিদ্রাবিহীন রজনী, আকিয়াছি তোমার ছবি,
       ওগো ধ্রুপদী.... একবার আসিয়া দেখিয়া যাও,
হৃদয়ের ক্যনভাসে কাশফুলের নরম তুলিতে, রুপালী শশীর রুপালী
             কালিতে তা আকিয়াছি আমি ।
তোমার গাত্রের হালকা অলংকার, ফুটিয়া তুলিয়াছি জোনাকির ক্ষুদ্র আলো
দিয়া ।
   ঠোঁটের কোণের কালো তিলটা, দেখোতো বুঝতে পরিতেছো কিনা .....
                  আকিয়াছি আমি বৃষ্টি বিন্দু দিয়া
        অনুভূতির উত্তাপে যা হইয়াছে কালো.............
দেখো, চাদের জন্যে মেঘের উপর খেলছে আধো আলো........
      সেখান থেকে কালো নিয়ে , আকিয়াছি আমি ,
তোমার মেঘবরণ কেশ
         বিশ্বাস করো, জ্যোৎস্নারাতে আমার ছবিতে,
লাগছো তুমি বেশ।