দেখা হয় নাই প্রেয়সী তোমায়
নিঃসীম নক্ষত্র তলে আমাবস্যা
যেমন দেখেনি চন্দ্রিমায়।


শোনা হয় নাই কন্ঠ তোমার
পথের ধারে ক্ষুধার কোরাস
যেমন শোনেনি বোবা ঈশ্বর।


ছোঁয়া হয় নাই তোমার গাল
উৎসর্গ বেদীতে ইফিজেনিয়ার নগ্ন রক্তস্রোত
যেমন ছোঁয়নি আগামেননের হৃদয় পাষাণ।


তবু অনুভব করি তোমায়
তোমার অস্তিত্ব আমার প্রতি শিরায়।


হিংস্র শ্বাপদের সামনে ছোট্ট হরিণ শিশু
ভয়ের যে তীক্ষ্ণতা অনুভব করে
তার চেয়েও তীব্রতর তোমার অস্তিত্ব
আঘাতে জর্জরিত করে আমায়।


বাহ্যিক অনুভূতিতে তুমি লীন
তোমার মাঝেই হই আমি বিলীন।


যেন অশরীরী সত্ত্বা তুমি এক
অস্পৃশ্য, অদেখা
তোমার অস্তিত্ব তবুও
চিরন্তন বাস্তবতা।