মধ্যরাতের স্তব্ধতা
ভাঙে তোমার অট্টরবে
নিষ্পাপের আর্তনাদ
থামিয়ে দেয় তপ্ত সীসে।


ভেবেছিলে তুমি বারুদের মুখে
করবে এদের বশ
অনাহুত ঐ শৃঙ্খলে ওরা
হবে তোমার দাস।


জানতে কি তুমি এদেরই হাতে
হতে হবে লাঞ্ছিত?
কোথা রবে পড়ে সেদিনের সেই
আগুন ঝরানো অস্ত্র?


সম্ভ্রম তুমি নিয়েছিলে কেড়ে
শত-সহস্র বোনের
দানবিক সেই উন্মাদ দিনে
হেসেছিলে উচ্চস্বরে।


তবু কেন পারলে না দিনশেষে
দাঁড়াতে উন্নত শিরে?


শহীদের লাল প্রাণরসে তুমি
রাঙিয়েছিলে এ রাজপথ
বাদ রাখনিকো বুড়িগঙ্গার তীর
গাঁয়ের সে মেঠোপথ।


সাত কোটি প্রাণ দমিয়ে রাখার
সাধ্য তোমার কি যে
লেজ  গুটিয়ে পালিয়েছিলে
যবে উঠেছিল তারা গর্জে।


বাঙালি সে তো আজিকার নয়
হাজার বছর আগের
নির্মূল তারা করেছিল
মোঘল, ব্রিটিশরাজের।


স্পর্ধা কি তোমার হে
দমিয়ে রাখবে এদের?