হাঁটতে হাঁটতে কাঁচা মাটির পরশ পেরিয়ে
কংক্রিটের দেয়ালে আমার আশ্রয় হল।
এখন এই নগ্ন পা বড্ড ক্লান্ত
তন্ত্র মন্ত্র রীতি নীতি সব কিছু অবলোকন করে পরিশেষ  জানলাম এখানেই শেষ নয়
ওপারেও হাঁটতে হবে নিদ্রাকাল জুড়ে।


জঠরে থাকা কালে
পৃথিবীর মানুষেরা একেএকে এসে বলেছিল,
"আমরা বাঁচতে চাই।
খেতে চাই।
সম্ভ্রম ঢাকতে পেতে চাই কিছু কাপড়।"
পরিশেষে বলেছিল আরও কিছু
আরও অন্তহীন কিছু সুখ।


এসবের কোন কিছুই আমি তাদের দিতে পারিনি
শুধু দিয়েছিলাম এক হাত জায়গা।
যতবার হাত বাড়িয়েছি,
ওরা ফিরিয়ে দিয়েছে কদাকার রুপে
ওরা আমাকে গ্রহণ করেনি
আমি অপেক্ষায় ছিলাম যুগের পর যুগ।


তারপর একদিন হঠাৎ,
এক মানব সন্তান এসে আমার কাছে আশ্রয় চাইল বলল,
"আমি কবি"
আমি তাঁকে একহাত জায়গা দিলাম
এই হাত,
এই এক হাত জায়গায় বুকে জড়িয়ে
তাঁর বক্ষে ঢেলে দিলাম আমার
সারা জীবনের সঞ্চয়
জ্ঞান ও ভালোবাসা।
কবি তখনই লিখল তাঁর অংশুমান কবিতা
সে চিৎকার করে বলে উঠল,
" তোমরা শুনো- এই হাত, এই আলিঙ্গন।  এই নিঃস্বার্থ আশ্রয় এসবই সত্য ও পবিত্র।
এই জায়গাটা হল বিশ্বকে লালন করার মত অমোঘ আলিঙ্গন। "


নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রাত ৯:০৭