আজকের রাতে একটু বৃষ্টি নামতে দাও
মনের না বলা কথাগুলোর মাঝে দাও
উথাল দমকা হাওয়া।


কালবৈশাখী ঝড়ের মত আমাকে ছিন্নবিচ্ছিন্ন কর
যেন কাল সবাই দেখে আমাকে বলুক - আমি নির্জীব


নদীর ঘাটের মাঝির মত আমাকে অপেক্ষায় রেখো না
আমার নৌকার পালে ছিদ্র হওয়ার আগেই,
আমাকে পাওনা মিটিয়ে দাও।


মন্দির দ্বার এ প্রাচীন কাঁসার ঘন্টাকে বাজাতে দাও
তোমার সীথির সিঁদুর আমাকেই মুছতে দাও
হাতের শাখা পলা গুলো আমাকেই ভাঙতে দাও
একটু ক্ষণিকের জন্য, কেবল একটি রাতের জন্য।


সিংহের মত জড়িয়ে ধরতে দাও তোমার পাঁজর
কথা দিচ্ছি, ব্যথা দিব না। শুধু তোমার চাওয়াটাই পুরুন করব
পিপাসী আমি, জল পিপাসী।


সু উচ্চ ইমারত আর বিশৃঙ্খল জীবনকাল আমাকে বড্ড ভাবায়।
কি জানো? তুমি কি তাই চাও?
পুকুরপাড় আর নারকেল - সুপারি গাছ ঘেরা উঠানে করতে চাও কি খেলা?
আমার সু দীর্ঘ শ্বাসপ্রশ্বাস তোমার উওরের জন্য ব্যাকুল হয়ে পরেছে।


দেবে কি একটু সময়? আজকের রাত টা। আমি ক্ষুধার্ত কুকুরের মত চেয়ে আছি তোমার দিকে
রাএি ঘণিভুত হচ্ছে নিতান্তই, আসবে কি?
আমার বড় বক্স খাট টা তে ডান পাশে কেউ নেই
অনেকদিন ধরে খালি পরে থেকে থেকে ধুলো জমে গেছে
শ্যাত শ্যাতে ভাব অনুভব করি।


আমি বাঁচতে চাই। আমাকে বাঁচতে দাও তোমার আলিঙ্গনে
তোমার গরম নিঃশ্বাসের সাথে আমার ঠাণ্ডা প্রশ্বাস মিশতে দাও
হারাতে দাও ঈশ্বরী অনুভবে।
এ আমার অনুরোধ নয়, মিনতি নয়, এ আমার বেদনা কাতর প্রার্থনা।