সীমানা পেরিয়ে যখন তোমার কোমলতা স্পর্শ করেছিল আমার ঘন চুলে,
তখন দুটো রাষ্ট্র এক হয়ে জন্ম দিয়েছিল আরেকটি নতুন রাষ্ট্র।  
সেদিন মরা নদীতে নতুন জীবন পেয়েছিল ব্রহ্মপুত্রের ঝাঁকে ঝাঁকে ইলিশ,
বসন্তের মাতাল বাতাস আর জোনাকিদের নিদ্রালস যাওয়াআসা মনে করে দিয়ে ছিল ছোটবেলার পবিত্র পুতুল খেলা।
তেমনি ভাবে আজও স্পর্শ পেতে চাই প্রতি পূর্ণিমাতে,
নখের আঁচড়ে এঁকে দিও মহাত্মা সুখ।


০৪/০৬/২০২০, রংপুর রাত ১১:৪৬