মনের মিল কি সহজে হয়
কিছু শব্দ কিছু বর্ণ কিছু ছবি,
কিছু অনুভূতি কিছু সত্য
দেয়া নেয়ায় কামাত্মা মিলে যায়।


আর কিছুদিন পর হয়তো মিলবে
বুকের হাহাকার চোখের জল,
মিলবে চাওয়া পাওয়ার বেগতিক বলয়
হয়তো বর্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকা একা সময়।


ঘড়ির কাঁটা থেমে থাকে না কারও জন্য
কখন আসবে সে মুহূর্ত যখন হাসবে মুক্ত মন,
আনন্দে আমি উঠে দাঁড়াবো হুইল চেয়ার থেকে
হাতে হাত রেখে নীল আকাশ ছুঁয়ে হাসবে দুজন।


সব কিছুর উর্দ্ধে সঙ্গ দেয় শুধুই সময়
কি করে জানাবো তোমায় কৃতজ্ঞতা হায়,
দূর থেকে দেখেনিবে আমার জীবন কথা
পূর্ণিমা রাতে রুপালি চাঁদের আলোয়।