বসন্তের পএ মিতালী তোমাকে কাছে টেনে এনেছিল
সময়ের চাকা ঘুরে ঋতুরাজ, আমার হাত তোমার হাতে রেখেছিল।
প্রকৃতির সুন্দরী রুপ, তোমাকেও করেছিল রুপময়
শীতের ঝরাপাতা আমার মনকে সাজিয়েছিল কাব্যময়।
ডাল পালার ফাঁকে ফাঁকে এনেছিল সবুজ কুঁড়ি
এ যেন শ্যামলতার প্রথম চুম্বন।
কোকিলা কণ্ঠি গান আর পাখির কলতান
মৃত এ অন্তর কোনে জাগিয়ে তুলেছিল সুদীপ্ত প্রাণ।
ফুলে ফুলে ছেয়ে ছিল ভাটিয়ালি রাজপথ
সাজিয়ে ছিলাম তোমার পাশে ভালবাসার রথ।
আত্ম ভোলা করেছিল সেই রক্তবর্ণ কৃষ্ণচূড়া
বদন সাজে শিমুল-পলাশ স্মৃতিময় আমার বটতলা।
আজও চেয়ে আছি রে সখি, তোমার প্রতীক্ষায়
ফিরে পাব কবে দু'জন বসব পাশাপাশি সেই অপেক্ষায়।
একই বাঁধা ডোরে রবে দু'দেহের মন
আমার সেই বট তলাতে সাক্ষী তোমার অতৃপ্ত চুম্বন।