একখণ্ড কাপড় জড়ানো ভুমিষ্ট মানব জানে না,
পৃথিবীর মিছিলে কনিষ্ঠ প্রতিযোগী,
আজ সে নিজেই।
কাঠ পেন্সিল বা কালির ছোঁয়ায় ক'দিন পরই শুরু হবে মাতাল নৃত্য,
আর গো বেচারার মত ছুটবে দুয়ার থেকে দুয়ারে।
মমতার শিকল ডিঙ্গিয়ে কিছু কিছু বুনো শুয়োরেরা
পাঠশালায় ব্যবসা ধরে রাজত্ব করবে বর্ণমালার দোহাই দিয়ে।
ডাকবে তাদের উঠোনে প্রভু ভক্ত কুকুরছানার মত
এ নিয়ম তাকে মানতেই হবে।
না হলে রুপালী সৈকতে পরবে অ্যাটম বোমার লাল বৃষ্টি।
এভাবে সময়ের তালে তালে সকলে সম্মুখে চিহ্নিত হবে,
যন্ত্র মানবের কারখানা প্রজন্মের কৃতদাস।
রঙ্গিন ঘুড়ি, নাটাই, খেলার বল সব ঢেকে যাবে ধুলোতে,
জনশূন্য খেলার মাঠে ঘাস খাবে দুধেল গাভী।
বসন্তের রাতে রাজত্ব করবে বাতাসে মাদকের গন্ধ,
জাতীয় চেতনা পুঁজি হয়ে শতাব্দীতে হা হা করে হাসবে হাইব্রীড অন্ধ।
যৌবনে পা রাখতেই চিৎকার করবে সেই কনিষ্ঠ প্রতিযোগী আমার,
বলবে,
এ স্বাধীনতা নয়
এ আমার পৃথিবী নয়।