বিশৃঙ্খল মানবেরা একদিন; এভাবেই মরে যাবে,
শান্ত বিকেলে পাবে না; হেমন্তের খোলা ছাদ,
আকাশের নীলে পাবে না; শাখা নদীর পদ্ম,
ঢেউ খেলা নদীর রুপালী ইলিশে; থাকবে না ঘ্রাণ,
শিশির সিক্ত ভোরে শুনবে না; রাখালের বাঁশির সুর,
বুকচাপড়িয়েও পাবে না; কোন কচুরিপানার ফুল,
আষাঢ় শ্রাবণ পূর্ণিমায় ভাসবে না; মেঘের ভেলা,
পৃথিবীর এ দুঃখময় জীবনে; মানবেরা একদিন এভাবেই মরে যাবে।