ধূপের গন্ধে ছেয়ে আছে আমাদের ঘর
এসো কিছুক্ষণ বসি মুখোমুখি পরস্পর
ধবল জোৎণায় পেখম মেলাও অতঃপর
লজ্জায় আধখানা হোক আমার ধূপের ঘর।
বসন্তের বাতাসে স্নায়ু ক্ষয়ী হবে রাতের বাতি
বুকের জোয়ার মিলাবার কাছাকাছি হিম রাতে
আমার কবিতার নাভীমূলে তুমি ঈশ্বরী হবে
নয়ন যুগল দিয়ে ফোটাবে সুখের পলি এ ঘরে।