হাঁটু গেড়ে কাঁচা মাটিতে বসে কী আবদার করতে চাও?
আমি তো তোমার কাছে, একটাই জিনিস চেয়েছিলাম বলো।
প্রতিশোধ! নাকি অন্যের কাছ থেকে আসা একমুঠো বিশ্বাস।
আমি প্রতিবারই আবেগের বসে শর্তহীন ভাবে মেনে নেই তোমাকে।
নিজেকে নিচে নামাই আমার অশান্ত পথের অভাবী প্রত্যাশার বাঁকে,
জোছনারা বোঝে না একটা মৃত শামুকের গায়ে আলো জ্বলজ্বল করে।
কোথাও কেউ থাকে না হে বালক যে তোমার বুকে প্রশান্তি এনে দেবে আমি ছাড়া,
প্রতি রাতের মত ফিরে আসো আমার দু পায়ের ভাজে।