( অগ্রজ আবু ওবায়দা কে )


কিসের জন্য এতো আয়োজন?
একবিংশ শতাব্দীর এই সময় কি পেরুতে পারবো?
যেখানে দাঁড়িয়ে আছে আশা- সংকল্প আর প্রজন্ম।


কেউ কি ভেবেছি,
আগামী শতাব্দীতে আমরা কেউ থাকবো না।
তবে কার জন্য,
কাদের জন্য,
এতো আয়োজন - শ্রম, ত্যাগ আর অপেক্ষা।


আটপৌরে দালানের ভেতর আলোর খোঁজে জীবন পেয়েছে বটবৃক্ষ
তারই কোলে কৌশলে আশ্রয় নিয়েছে
ছোট ছোট চারাগাছ, তেলাপোকা আর টিকটিকি।


আমি ঠিক জানি,
শতাব্দী পেড়িয়ে মানব সভ্যতায়,
শুয়ে বসে যে যেখানে এই চয়ন গুলো পড়ছে,
সেখানে এখন এক; নতুন নাটকের মঞ্চায়ন হচ্ছে -
তরুণ দলের সংলাপে।