অনেক কিছু বলার বাকি আছে দয়িতা
মধ্যরাতে লজ্জা রেখো না আর
বৃষ্টিতে অনুভব কর শীতল বাতাস
দীর্ঘশ্বাস নিয়ে আমার হাতে রাখো হাত
একটু দেখো; কত মিল রেখাগুলোর
জোড়া লাগাও জীবনের ফাটল।
মৃত নদীর আত্মজীবনী রচনা কর তোমার আঁচলে
দেখেছ দয়িতা, বিছানা ছেড়ে আমি পেতেছি মাদুর,
তোমাকে প্রাণ দিতে চাই মুঠো ভরে
দিতে চাই লাল সিঁদুর।
তুমি দু হাতে গড়বে আমার জীবন্ত ভাস্কর্য
এসো দয়িতা; একটি রঙ্গিন ঘুড়ি উড়াই যুগলবন্দী হাতে
এখনও অনেক কিছু বলার বাকি আছে দয়িতা।