সুদীর্ঘ রাত্রিতে নুইয়ে পড়েছে দীপ্ত যৌবন
অপরিকল্পিত নগরীর বন্ধ কপাট দুরুদুরু কাঁপে
কাঁপে নিরুদ্দেশ মানচিত্র
বিদঘুটে উল্লাসে।


প্রকাণ্ড এক ঝড়ের শেষে
স্বপ্ন দেখবে বিদগ্ধ রাজা
দেখবে প্রশস্ত বুকে
এক মহা উত্থান।


ভোরের আলোর সাথে জ্বলজ্বল করবে
গেরস্থালীর পঙক্তিমালা
শৈশবের নির্মল প্রান্তরে
ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে সাদা বক।


ওরা ফুল দিয়ে যাবে
এক যুগল সমাধিতে
হয়তো এখানে শুয়ে আছে
কোন কোলের শিশু।


বৈশাখের হুংকারে এক বুক ভালোবাসা নিয়ে
হিমালয়ের নুড়ি বিছানো পথে
অপেক্ষামান ছিল আপ্লুত নারীর
আঙ্গুল ছোঁয়া ভেজা ঠোঁট।


কে জানে মৃত্যুর স্বাদ কেমন?
কে জানে এই রাত্রিতে পাখিদের মৃত্যু কত বেদনাময়
তবুও এই নিরন্ন স্বদেশে
বাঁচতে চায় মানুষের রাজা।


রংপুর, ৯ মে, ২০২০ রাত ১:০৯