অনেকক্ষণ একা বসে আছি
কেউ খবর নিলো না,
কেউ বললো না, "কেমন আছো সালাম?"
অনেকক্ষণ একা বসে আছি
কেউ খবর নিলো না,
কেউ বললো না, "কেমন আছো বরকত?"
অনেকক্ষণ একা বসে আছি
কেউ খবর নিলো না,
কেউ বললো না, "কেমন আছো রফিক?"
অনেকক্ষণ একা বসে আছি
কেউ খবর নিলো না,
কেউ বললো না, "কেমন আছো জব্বার?"
অনেকক্ষণ একা বসে আছি
কেউ খবর নিলো না,
কেউ বললো না, "কেমন আছো শফিউর?"
অনেকক্ষণ একা বসে আছি
কেউ খবর নিলো না,
কেউ বললো না, "কেমন আছো আব্দুল আউয়াল, কিশোর অহিউল্লাহ, সিরাজুদ্দিন?"
আজ বীরত্বের মিনারে বসে কে যেন বজ্রকন্ঠে আবৃত্তি করছে,
''কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি-
ওরা চল্লিশজন, কিংবা আরও বেশি
যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রোদ্রদগ্ধ
কৃষ্ণচূড়া গাছের তলায়...!"
দীর্ঘশ্বাস নিয়ে নগ্ন পায়ে দাঁড়িয়ে কে?
মাহবুব উল আলম নয়তো?
নাকি বাংলার অগ্নি গর্ভে জন্ম নেয়া  কোন ভাষার সন্তান?
সম্মিলিত কন্ঠে একে একে লক্ষ সারিতে এরা বলে উঠলো,  
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"