কৃষ্ণচূড়ায় ত্রাস


বসন্তে নিখোঁজ হয়ে দেখো
কত ডালে ঝরে কত ফুল,
নারী যদি ফাগুনের হয় ফুল
নর তুমি নৈঋত বায়ু কূল।


শিমুল পলাশের আঁচলে মাতাল বাতাস
হলুদ গাঁদায় বয়ে চলে জনস্রোত,
ভালোবাসো যদি কাছে এসো
এক চিমটি সিঁদুরে রাঙাবো তোমার ঠোঁট।


চোখ যদি ভেজে কালো রাতে
ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজে মন,
তোমার বসন্তে আমার কৃষ্ণচূড়ায় ত্রাস
বাসন্তী; তুমিই তাঁর কারণ।