মুখোশ মোড়ানো নিরপেক্ষ কয়েকটি ফার্নিচার
দেয়ালে অন্ধকার ছবি আর রক্তহীন ক্যালেন্ডার
এই সবই কিছু নিয়ে আমার একান্ত বসার কক্ষ
আমার সাদাটে চুলে মৃত্যুর দূত আমন্ত্রণ তোমার।
দ্বিধাগ্রস্ত আমার দেয়ালে শরীরে উৎসব হয় না
প্রাণের ক্লান্তি জরা সংঘাতে আর কোন পদ ধ্বনি নেই
রক্তহীন পোয়াতির ঋতুতে সব সম্ভ্রম মিথ্যা
আমার সাদাটে চুলে মৃত্যুর দূত আমন্ত্রণ তোমার।