অনেকদিন হল,
ভরদুপুর বেলা
সাঁকোতে দাঁড়িয়ে
মুক্ত মন আর অবনত মস্তকে
একজোড়া বাঙাল চোখ দীর্ঘশ্বাসে
হাটু জলে ডুবে থাকা সবুজ তৃণ, মাছ - কাঁকড়া
চরের আবাদি বিস্তৃত ধানের খেত
দেখি না আমি দেখি না।